• The Holy Quran Competion

    The Holy Quran Competion

  • Abdullah Al Kawsar Class six  (The Holy Quran Competion)

    Abdullah Al Kawsar Class six (The Holy Quran Competion)

  • Md Sadat Class One (The Holy Quran Competion)

    Md Sadat Class One (The Holy Quran Competion)

  • Cricket Final

    Cricket Final

Message Corner
  • Md Nure  Alam

    Md Nure Alam

    Message of Headmaster

  • আশুরা আক্তার

    আশুরা আক্তার

    Message of In-Charge

Welcome to The Holy Child Ideal School

About  The Holy Child Ideal School

আসসালামু আলাইকুম, সমস্ত প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং জ্ঞান দিয়েছেন। প্রতিটি মানুষই তার সন্তানকে সুশিক্ষিত যোগ্য, সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে চায়। একবিংশ  শতাব্দীর বিজ্ঞান ও প্রযুক্তির এই চরম উৎকর্ষতার যুগেও দেখা যাচ্ছে যে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখন ও আধুনিকতার ছোয়া পায়নি। বর্তমানে বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কম না হলেও প্রতিযোগিতার এই যুগে আপনার সন্তান কে যোগ্য সুনাগরিক  হিসেবে গড়ে তোলার মত অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের বড় অভাব রয়েছে। কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুললেও তা প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল। এ অভাব দূর করে একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান প্রজন্মকে একাধারে সর্বাধুনিক শিক্ষা দিয়ে দেশ পরিচালনায় যোগ্য, দক্ষ, সৎ, ন্যায়পরায়ন, দেশপ্রেম, নৈতিকতা সম্পন্ন ও আদর্শ নাগরিক তৈরী করার দৃঢ় প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে দি হলি চাইল্ড আইডিয়াল স্কুল। দুর্বল ভিত্তির উপর যেমন বিশাল অট্টালিকা গড়া সম্ভব নয়,তেমনি একজন ছাত্র/ছাত্রির প্রাথমিক ভিত্তি মজবুত না হলে তার পক্ষে বড় কিছু হওয়া সম্ভব নয়।এজন্য আমরা প্রতিটি ছাত্র/ছাত্রিকে বাধ্যতামুলক কিন্তু সম্পুর্ণ ফ্রি আরবী, English Spoken ও Computer  কোর্স চালু করেছি, যা খুব সুনামের সহিত চলছে। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষকে সামনে রেখে এবং শিক্ষা জীবনের মজবুত ভিত্তি গড়ে তোলার জন্যই নির্ভাবনায় দি হলি চাইল্ড আইডিয়াল স্কুলে ভর্তি করুন

Read More
Why Should you Choose The Holy Child Ideal School ?
  • অত্যাধুনিক এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার  দ্বারা পরিচালনা করা হয়।
  • ছাত্র-ছাত্রিদের উপস্থিতি ও অনুপস্থিতি  On Line ভিত্তিক।
  • প্রতিষ্ঠানের সকল নোটিশ, রেজিষ্ট্রেশন, রেজাল্ট সহ যাবতীয় তথ্য S.M.S  এর মাধ্যমে অভিভাবকদের জানানো হয়।
  • উচ্চ শিক্ষিত ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত।
  • সৃজনশীল পদ্ধতিতে শিক্ষা দান।
  • সহীহ কুরআন শিক্ষা,  English Spoken ও কম্পিউটার প্রশিক্ষনের ব্যবস্থা।
  • মাসিক ক্লাস টেষ্টের ব্যবস্থা।
  • সেমিষ্টার পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ
  • রুটিন মাফিক কার্যক্রম ও নিয়মিত ডাইরী সংরক্ষনের ব্যবস্থা।
  • আধুনিক বিজ্ঞান সম্মত শিক্ষা ব্যবস্থা।
  • কম্পিউটার ও প্রজেক্টর এর মাধ্যমে পাঠদান।
  • সার্বক্ষনিক বিদ্যুৎ এর ব্যবস্থা (আই.পি.এস এর মাধ্যমে)
  • সি সি ক্যামেরার মাধ্যমে সার্বিক্ষনিক নিরাপত্তা ব্যবস্থা।
  • সর্বোপরি মাতৃস্নেহে শিক্ষাদান।
  • বিভিন্ন সময় অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভার ব্যবস্থা।

 

Our Teachers